Logo
Logo
×

সারাদেশ

১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ

দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মতিউর রহমান (৫০)।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে একটি টমটমে করে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে খবর পেয়ে বিশেষ অভিযানে নামে পুলিশ। 

বোগলাবাজার মতির পয়েন্টে সন্দেহভাজন একটি টমটম থামিয়ে তল্লাশি চালিয়ে ১১ বস্তা এবং পাশের মতিউর রহমানের দোকান থেকে ২৪ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ তাকে আটক করে পুলিশ। আটক চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, গাড়ি ও চিনি জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় মামলা করা হয়েছে।

দোয়ারাবাজার থানা ওসি মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম