Logo
Logo
×

সারাদেশ

‘ফ্যাসিস্টরা পয়সা খরচ করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

‘ফ্যাসিস্টরা পয়সা খরচ করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে’

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের ওপর ভর করে কেউ যদি কোনো অপকর্ম করতে চায় তাহলে তাদের সরিয়ে দেবেন। তাদের আমরা দলে নেব না। তাদের আমরা প্রশ্রয় দেব না।

শুক্রবার সন্ধ্যায় পলাশতলী, অলিপুরা, চান্দেরকান্দি ও রায়পুরা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘন ঘন ধর্ষণ হচ্ছে। ঘন ঘন চুরি হচ্ছে। যেখানে সেখানে লাঠি নিয়ে মারামারি হচ্ছে। এগুলো আওয়ামী ফ্যাসিস্টদের প্রকল্প। আওয়ামী ফ্যাসিস্টরা টাকা পয়সা ব্যয় করে দেশের ভেতর অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কখনো কখনো শিক্ষকদের নামিয়ে দেয়। কখনো বিডিআরদের নামিয়ে দেয়। কখনো বা হিন্দু সম্প্রদায়দের নামিয়ে দেয়। ধর্ষণ চুরি বিভিন্ন অপকর্ম দিয়ে দেশটাকে একটি খারাপ পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, রায়পুরা উপজেলার বিএনপি সাবেক সভাপতি ফজলুল রহমান, রায়পুরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপি সভাপতি ইদ্রিস আলি মুন্সি, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নরসিংদী বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম