Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত থেকে সোমালিয়ান নাগরিক আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

সীমান্ত থেকে সোমালিয়ান নাগরিক আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ওই সোমালিয়ানের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। বিজিবি বলছে, তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশ করছিল। তাকে ফেনীর পরশুরাম মডেল থানায় দেওয়া হয়েছে।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে আমরা সজাগ রয়েছি। তারই ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ ফেনীর নিজকালিকাপুর সীমান্ত থেকে একজন নাইজেরিয়ান ও এর কিছুদিন আগে সুদানের এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।

ফেনী বিজিবি সোমালিয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম