রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, বিজিবি সদস্যসহ ১৬ জন নিখোঁজ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মিয়ানমার থেকে সাগর পথে কক্সবাজারের টেকনাফে প্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধারের সময় সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ বেলাল (২৮) নামের বিজিবির এক সিপাহি। এ ছাড়া প্রায় ১৫ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার গভীর রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা করে রাতের আঁধারে সাবরাং জিরো পয়েন্টের দক্ষিণ-পশ্চিম ঘাট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে যাচ্ছে- এমন খবরে বিজিবি পোস্টের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সেখানে যান। রোহিঙ্গাদের বাধা দিয়ে নৌকাটি ঘুরিয়ে দেন তারা। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় নৌযানটি। সাগরে পড়ে নিখোঁজ হন একজন বিজিবি সদস্যও। পরে ডুবে যাওয়া নৌকায় থাকা বেশ কয়েকজন রোহিঙ্গা সাঁতরে তীরে চলে আসেন।
নিখোঁজদের নারীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বলছে, নিখোঁজদের উদ্ধারে বঙ্গোপসাগরে বিজিবি, কোস্টগার্ড ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘রাতে ঘটনাটি শুনেছি। এ ব্যপারে বিস্তারিত জেনে পরে জানান হবে’।
