Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) আলী হোসেনসহ ৩ জনের নামে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। 

উপজেলার তরফ পারিলা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল কুদ্দুস এই এজাহার দাখিল করেন।

এজাহার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আশরাফের মোড় দিয়ে আব্দুল কুদ্দুসের মালবাহী (কাঁকড়া) যানবাহন চলাচল করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাটাখালি থানার রনহাট গ্রামের মো. আলী হোসেন, তার ছেলে মো. আকাশ (২৭) ও নলখোলা গ্রামের মো. শাহীন (২২) গাড়ি আটকে দেয়।

এ সময় তারা আব্দুল কুদ্দুসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে হামলা ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। 

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ তিন দফায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন প্রতিটা গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল।

১৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার আশরাফের মোড়ের উত্তর পাশে ঈদগাহ সংলগ্ন সড়কে ফের চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে দেরি করায় আলী হোসেন চালককে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা কাঁকড়া গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করেন। 

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলী হোসেন বলেন, আমার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র। ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার দলেরই কিছু লোকজনের পরামর্শে এ মামলা দেওয়া হয়েছে। মামলার এজাহারকারী পুকুর খনন সিন্ডিকেটের সদস্য। পুকুরের মাটি রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে আমি এবং স্থানীয়রা মিলে বাধা দিয়েছি। এ কারণে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।  

কাটাখালি থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী প্রবা বিএনপি মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম