শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিপক সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর বাজার এলাকা থেকে দিপককে
গ্রেফতার করা হয়।
দিপক বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের দীনেশ
সরকারের ছেলে। আর ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছরের ওই শিশু বাড়ি থেকে
একটু দূরে বাজারে পাশে সিদ্দিক মন্ডলের চাউলের চাতালের পাশে খননকৃত পুকুর থেকে মাটি
আনতে যায়। ফেরার সময় চাতালে থাকা দিপক শিশুটিকে
ডাক দেয়। শিশুটি সেখানে গেলে অভিযুক্ত দিপক তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময়
শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। পরে শিশুটি পরিবারের লোকজনের কাছে বিষয়টি
জানালে তারা দিপককে আটক করে মদাপুর ইউনিয়েন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর
দেয়।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর বলেন, খবর পেয়ে ওই যুবককে আটক করা
হয়। পরে রাতে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতনের (১০) ধারায় একটি মামলা করেন।
সেই মামলায় ওই যুবককে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাটি স্বীকার
করেন। তাকে আজ আদালতে তোলা হবে।
