Logo
Logo
×

সারাদেশ

ইতিকাফ অবস্থায় মারা গেলেন মুসল্লি

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

ইতিকাফ অবস্থায় মারা গেলেন মুসল্লি

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ অবস্থায় নুর আলম বাবুল নামে এক মুসল্লি মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

নুর আলম বাবুল (৫০) দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান সন্ধ্যা থেকে বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে নুর আলম বাবুল ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে জানালে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রোববার বিকাল ৩টায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম