Logo
Logo
×

সারাদেশ

বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নে ছেলের এলোপাতাড়ি কোপে বাবা মো. মকবুল হোসেন মোল্লার (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হত্যাকারী ছেলে রুবেল মোল্লারও (৩৫) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আব্দুল হামিদের ছেলে ও নাতি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মকবুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে রুবেলের মৃতদেহ পাওয়া যায়। 

রুবেলের মৃত্যু সম্পর্কে পুলিশ জানিয়েছে, লাশের সুরতহালে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, সন্ধ্যায় মুক্তারের চরে পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম