Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে মেহেরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সাবেক এমপি আফজাল হোসেন আফজাল সুজের স্বত্বাধিকারী। তাকে আশ্রয়দাতা মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও জেলা শহরের তাহের ক্লিনিকপাড়ার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদের জন্য মামুন হোসেনকে থানায় নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। মেহেরপুর পৌঁছলে তাদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এজন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন।

মেহেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম