Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপির দুই নেতা বহিষ্কার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপির দুই নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁকে হত্যা ও অরাজকতা সৃষ্টি করার অপরাধে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। 

সোমবার জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল এবং উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক। 

এর আগে শনিবার কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে একটি অভিযোগের ভিত্তিতে বোর্ডের কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার মো. আহাদ খান সরেজমিন তদন্ত করতে প্রতিষ্ঠানে যান। পরিদর্শকদের উপস্থিতিতে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে দলবল নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা চালায়। 

এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন। নিহত ছাত্রদল নেতা আশিকের মৃতদেহ কাঁধে নিয়ে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। 

এ ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম