Logo
Logo
×

সারাদেশ

বিএনপি উদারপন্থি ও সব ধর্মের মানুষের দল: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

বিএনপি উদারপন্থি ও সব ধর্মের মানুষের দল: প্রিন্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি উদারপন্থি ও সব ধর্মের মানুষের দল। দেশে-বিদেশে বিএনপিকে বাংলাদেশের পক্ষের দল হিসেবে অ্যাখ্যায়িত করা হয়।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিশিষ্টজন ও সব ধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ৭১-এর চেতনা এবং ২৪-এর চেতনা এক ও অভিন্ন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়তে চাই।

সোমবার ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ইফতার আয়োজন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন প্রমুখ।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম