Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা গ্রেফতার

ফরিদপুরের সদরপুরে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক শিকদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ফারুক ভুক্তভোগী শিশুর চাচা।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত দেড়টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে শিশুটি তার বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত থেকে ফিরছিল। এ সময় শিশুটিকে নদীর পাড়ে ডেকে নেয় ফারুক। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। শিশুটি চিৎকার করলে ফারুক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করলে রাতেই ফারুককে গ্রেফতার করে পুলিশ।

সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব বলেন, ‘শিশুটির চাচাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।’

ফরিদপুর ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম