Logo
Logo
×

সারাদেশ

পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষিকার

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষিকার

জামালপুরের বকশীগঞ্জে পিকআপের চাপায় ফৌজিয়া আরফিন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের তিনানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় শিক্ষক ফৌজিয়া উপজেলার বগারচর ইউনিয়নের জাকিউল ইসলামের স্ত্রী। তিনি স্থানীয় রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের যাওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হন ফৌজিয়া। ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেন তিনি। যানটি তিনানীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে স্কুলশিক্ষিকা ফৌজিয়া মারা যান।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহম্মেদ বলেন, ‘নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপ ও এর চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।’

বকশীগঞ্জ সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম