Logo
Logo
×

সারাদেশ

খামারির মাথায় পিস্তুল ঠেকিয়ে গরু লুট

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

খামারির মাথায় পিস্তুল ঠেকিয়ে গরু লুট

কুষ্টিয়ার দৌলতপুরে খামারির মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী খাঁপাড়ায় এ ঘটনা ঘটেছে।

লুট হওয়া ক্ষুদ্র খামারি মাজলুল হক জানান, সোমবার রাতে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার আঙিনায় প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু নিয়ে যায়। 

লুট হওয়া গরুর মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন মাজলুল হক। 

ওই রাতে ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিনমজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের আরও একটি গরু চুরি হয়েছে। 

এ ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খামারি পিস্তল গরু লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম