Logo
Logo
×

সারাদেশ

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট

গার্লস ইন স্কাউটস দিবস উপলক্ষে জাতীয়ভাবে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাটের শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছে। রংপুরের মিলেনিয়াম স্টার স্কুলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস কেন্দ্রীয়ভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

এর আগে প্রথম রাউন্ডে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় রাউন্ডে পাবনার আলহেরা একাডেমি এবং সেমিফাইনালে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।

আইডিয়াল ইনস্টিটিউট টিমে রয়েছে প্রতিষ্ঠানটির ছাত্রী নবম শ্রেণির ফাতেমা তুজ জোহরা বন্যা (দলনেতা), অষ্টম শ্রেণির হানিয়া আকতার ও মারিয়া আকতার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা আইডিয়াল স্কুল, শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন, ঢাকার মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের রাউজান কদলপুর হাই স্কুল, ফরিদপুরের ঈশান ইনস্টিটিউট।

সুন্দরবনের কোলঘেঁষা শরণখোলা উপজেলার শিক্ষার মানোন্নয়নে ২০১২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমান যুগ্ম সচিব) ড. কেএম মামুন উজ্জামান শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

শরণখোলা বিতর্ক চ্যাম্পিয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম