Logo
Logo
×

সারাদেশ

আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে আটক

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:০০ পিএম

আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী মনিরুল হক ভারতে পুলিশের হাতে আটক হয়েছেন। একই সঙ্গে তার ছেলে কাজী সাগর ওরফে আকাশ ও জাফর মিয়া নামে তার এক সহযোগীকে আটক করা হয়। 

শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় একটি গণমাধ্যম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মনিরুল হক। তিনি বানা ইউনিয়ন আওয়ামী যুবলীগেরও সভাপতি।

ভারতীয় গণমাধ্যমটিতে (দ্য স্কাই নিউজ) উল্লেখ করা হয়, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ রাতে অভিযান চালিয়ে মনিরুল, আকাশ ও জাফর নামে ৩ জনকে আটক করে নদীয়ার গাংনাপুর থানা পুলিশ। পরে ২৭ মার্চ তাদের রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। তারা বাংলাদেশ থেকে ভারতে কোনোরকম নথি ছাড়াই প্রবেশ করেছেন।

এদিকে ২০ মার্চ রাতে ঢাকার লালবাগের বিসি দাস স্ট্রিটের এক বাসার ৯ তলা থেকে মনিরুলের বড় ছেলে সাগরের স্ত্রী তাহিয়া তাসনিম ওরফে ফিমার (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবারের দাবি, ফিমার গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন ও শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে; যা শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয়। 

সন্দেহ করা হচ্ছে, তার স্বামী সাগরই তাকে হত্যা করেছে। এ ঘটনার পরপরই যুবলীগ নেতা মনিরুল তার ছেলে সাগরকে নিয়ে ভারতে পাড়ি জমান।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, মনিরুল ও তার ছেলেকে ভারতে আটকের বিষয়টি শুনেছি। তবে কোনো বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানতে পারিনি। 

ফরিদপুর আলফাডাঙ্গা চেয়ারম্যান ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম