Logo
Logo
×

সারাদেশ

পল্লী বিদ্যুতের কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:৫৮ পিএম

পল্লী বিদ্যুতের কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে হেলাল উদ্দিন হাওলাদার (৪৮) নামের পল্লী বিদ্যুতের এক কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা হয়েছে। তবে অভিযুক্ত বলছেন, জমি নিয়ে বিরোধের জেরে হাতাহাতি হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হেলাল উদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বরিশালের উজিরপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী জানান, প্রায় চার মাস আগে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন দেওপাশা গ্রামের এনামুল। চাঁদা না দেওয়ায় দেওপাশা বাজারে হেলাল উদ্দিন মালিকানাধীন একটি দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ীকে জোরপূর্বক দোকান থেকে নামিয়ে দেয় এনামুল। পরে দোকানটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হেলাল উদ্দিন তার বৃদ্ধ বাবা আনোয়ার হোসেনকে নিয়ে চাচাতো ভাই মজনু হাওলাদারের বাসায় যান। এ সময় এনামুল দলবল নিয়ে হেলাল উদ্দিনের কাছে ফের চাঁদা দাবি করে। তখন দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল উদ্দিনকে মারধর করে এনামুল ও তার লোকজন। হেলালের চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন হেলাল উদ্দিন বলেন, ‘তারা আমার পকেট থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে।’

অভিযোগের বিষয়ে এনামুল বলেন, ‘হেলালের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতরি ঘটনা ঘটেছে।’

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘মারধরের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম