Logo
Logo
×

সারাদেশ

সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। 

শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, সকালে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান হঠাৎ সড়কে উঠে আসা আরেকটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং মুসা মিয়া নামে এক যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। 

এ সময় আরও ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সাদুল্লাপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম