|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের মিঠামইনে সালিশি বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজারে হওয়া এ ঘটনায় এক বৃদ্ধ মারা গেছে। নারীসহ আহত হয়েছে আরও তিনজন।
মৃত জজ মিয়া (৬৫) হেমন্তগঞ্জ গ্রামের সুলমান মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, কিছুদিন আগে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গ্রেফতারের জন্য প্রতিপক্ষকে দায়ী করা হচ্ছিল। ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে সালিশি বৈঠকে বসেন দুপক্ষ।
বৈঠকের একপর্যায়ে বিএনপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান জজ মিয়া। গুরুতর আহত হন মিনারা, ইসমাঈল, রশিদ মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মিঠামইন থানার ওসি শফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
