Logo
Logo
×

সারাদেশ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য ব্যবসায়ী প্রায় ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলা কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

জানা গেছে, চৌরখুলী গ্রামের মৎস্য ব্যবসায়ী সিদ্দিক মোল্লা বোরো ধান চাষ করার জন্য ৪টি ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে তার বাড়ির পাশের পুকুরে এনে ছাড়ে। রোববার দিবাগত রাতে কেউ তার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে থাকা সব মাছ নিধন করে।

সিদ্দিক মোল্লা বলেন, দেড় মাস আগে আমার মাছের ঘেরে বোরো ধান চাষ করার কারণে আমি ৪টি ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ি। রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। আমার যারা এত বড় ক্ষতি করল  প্রশাসনের কাছে তাদের বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই ফুলমিয়া বলেন, ঘটনাটি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ মাছ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম