Logo
Logo
×

সারাদেশ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:২৩ পিএম

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম