Logo
Logo
×

সারাদেশ

বিএনপির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ৪২ জনের বিরুদ্ধে মামলা

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

বিএনপির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ৪২ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের লালপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বাড়িতে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে শরিফুল ইসলাম সুজাত (৩৫) নামে এক বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪২ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপি কর্মী শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী (৬২) বাদী হয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ (৫৫), লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু (৬৫), লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদ হোসেন সরল (৩৮), আওয়ামী লীগ কর্মী মো. রবিউল ইসলাম ভলকানাইজসহ (৪৫) নামীয় ৪২ জন ও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হামলার পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. খায়রুল বাসার ভাদুর ছেলে আরাফাত হোসেন লিপু (২৬), মো. জরিফুল ইসলাম জরিফের ছেলে মো. দ্বীপ ইসলাম (২৫), মো. আব্দুল কাদের পটু, পলাশ চেয়ারম্যানের ট্রাকের চালক মৃত সিরাজুল মণ্ডলের ছেলে মো. আবু সাদাত (৩৮), ও রুপক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুন (৩২) ও মো. আব্দুল কাদের পটুর ছেলে মো. মিজানুর রহমান পল্টন (৩২)।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালপুর থানা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল, থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন পুতুল বলেন, সন্ত্রাসীরা পালানোর আগেই গ্রেফতার করা না হলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাটোর বিএনপি আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম