Logo
Logo
×

সারাদেশ

ঢাকা থেকে এসেই আগস্টে শহিদ জসিমের বাড়িতে আলতাফ চৌধুরী

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

ঢাকা থেকে এসেই আগস্টে শহিদ জসিমের বাড়িতে আলতাফ চৌধুরী

পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্টে নিহত জসিম উদ্দিনের বাড়িতে গেলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বুধবার সকালে সরাসরি ঢাকা থেকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট এলাকায় শহিদ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে সর্বপ্রথম করব জিয়ারত করেন।

পরবর্তীতে উঠান বৈঠকের মাধ্যমে শহিদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা. রুমা বেগম ও তার কন্যা লামিয়া এবং তার মা রাবেয়া বেগমের  হাতে নগদ অর্থ তুলে দেন আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় তিনি সবার উদ্দেশে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি সারা জীবন শহিদ জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে।

এ সময় পটুয়াখালী যুবদলের সাবেক সভাপতি মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমিসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহিদ জসিম উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন। ১০ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শহিদ জসিমের বাড়ি থেকে পটুয়াখালী যাওয়ার পথে পাঙ্গাশিয়া আল মদিনা মহিলা ফাজিল মাদ্রাসার মাঠে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ গোলাম সরোয়ার মন্নান গাজীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মো. ফেরদৌস আলম।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম