Logo
Logo
×

সারাদেশ

মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করে স্বাধীনতাকে অস্বীকার করা হবে। যারা ১৯৪৭ সালের পর ২৪-এর গণঅভ্যুত্থানের কথা বলে স্বাধীনতা অস্বীকার করতে চায় তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চায়।

বৃহস্পতিবার নোয়াখালীর চৌমুহনীর এক হোটেলে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কিছু লোক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। তারা জানেন না ৭১-এ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর সেনাবাহিনী পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালে জনতার গণঅভ্যুত্থানে সেনাবাহিনী প্রধান সেনাশাসক এরশাদকে সমর্থন না করে জনতার পক্ষে গিয়ে সেদিন এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল। ২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিয়ে হাসিনাকে তার বাপের বাড়ি ভারতে পাঠিয়ে দিয়ে জনতার বিজয়ে সহযোগিতা করেছেন।

বুলু বলেন, এখন কিছু সংখ্যক নয়া রাজনৈতিক নেতা সেনাবাহিনী সম্পর্কে সমালোচনা করে তাদের বিতর্কিত করছে, যা দেশের জন্য মঙ্গল হবে না। তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা নাহলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। 

বেগমগন্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শামীমা বরকত লাকী প্রমুখ।

মুক্তিযোদ্ধ অস্বীকার রক্তের বেইমানি বুলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম