Logo
Logo
×

সারাদেশ

ট্রাক চাপায় প্রাণ গেল আনসার সদস্যের

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম

ট্রাক চাপায় প্রাণ গেল আনসার সদস্যের

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাক চাপায় শফিউল্লাহ (৪০) নামের আনসার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শফিউল্লাহ মৌলভীপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলায় বাংলাদেশ আনসার বাহীনিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ির সঙ্গে থাকা মসজিদে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন শফিউল্লাহ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিউল্লাহ মারা যান। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শফিউল্লাহর নিথর দেহ নিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।

দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর ট্রাক ও খুঁটিতে চাপা পড়া শফিউল্লাহর লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

দেলদুয়ার সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম