Logo
Logo
×

সারাদেশ

নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয় রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর। তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার বিকালে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মাণধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

রাহিত টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবার এসএসসি পরীক্ষার্থী। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলার জোকারচর বেড়াতে আসে। 

দুপুর ২টার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোরের সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীতে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায় রাহিত।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী এসএসসি পরীক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম