Logo
Logo
×

সারাদেশ

ইমামের রাজকীয় বিদায়

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

ইমামের রাজকীয় বিদায়

দীর্ঘ ৪০ বছর মসজিদের ইমামতি করেছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে ইমামের পদ থেকে সরে যাওয়ার উচ্ছে পোষণ করেন তিনি। অবশেষে তার কথায় রাজি হন মসজিদ কমিটি ও এলাকাবাসী। তবে বিদায় বেলায় তাকে দেওয়া হয় সংবর্ধনা। ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় সেই ইমামকে।

ঘটনাটি নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের। শুক্রবার ৭০ বছর বয়সি ইমাম জিল্লুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। জিল্লুর রহমান উপজেলার আড়বাব গ্রামের সোবহান মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, ১৯৮৫ সাল থেকে জিল্লুর রহমান গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। বার্ধক্যজনিত কারণে নিজে থেকে স্বেচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চান তিনি। এলাকাবাসী তার সম্মানে তাকে সংবর্ধনা দেন। বিকালে জিল্লুর রহমানকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়।

গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘জিল্লুর রহমান দীর্ঘ ৪০ বছর আমাদের মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমাদের সবার সঙ্গে মিশে ছিলেন। গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাই তাকে বিদায় বেলায় রাজকীয়ভাবে সম্মানিত করার চেষ্টা করেছি।’

এমন সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত ইমাম জিল্লুর রহমান। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি সারাজীবন দ্বীনের সেবায় কাটিয়েছি। এ এলাকার মানুষকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন। তার দরবারে হাজারো শুকরিয়া। আমি তাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ।’

লালপুর ইমাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম