Logo
Logo
×

সারাদেশ

পার্বত্যাঞ্চলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্য উপদেষ্টা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম

পার্বত্যাঞ্চলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্য উপদেষ্টা

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পার্বত্যবাসী সবার সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি-বাঙালি, মারমা-চাকমা, ত্রিপুরা, বম কোনো জাতিগোষ্ঠী নিজেদের আলাদা ভাবতে না পারে। সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দপূর্ণভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম. মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হবে।

আয়োজকরা জানায়, প্লাটিনাম জয়ন্তী দিনব্যাপী কর্মসূচিতে ছিল সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্ন ভোজন, গুণীজন সম্মাননা ক্রেজ প্রধান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৫ বছরের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রথম ব্যাচ ১৯৫০ সালের কয়েকজন শিক্ষার্থীরাও অংশ নেয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম