Logo
Logo
×

সারাদেশ

ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম

ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বন্ধ ছিল ফেরি চলাচল। বন্ধের এক ঘণ্টা পর নৌপথটিতে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘রোববার ভোরে আকস্মিকভাবে কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল ৬টা ১৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এ সময় পদ্মা নদীর মাঝে এ নৌপথে গোলাম মওলা ফেরি নোঙর করে থাকে।’

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট চালু রয়েছে। নৌপথটিতে ১৭টি ফেরি চলাচল করছে।’

এদিকে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ধাকলেও নৌপথটির দৌলতদিয়া প্রান্তে গাড়ির চাপ দেখা যায়নি। ছিল না অন্যান্য দিনের মতো যাত্রীর চাপও।

রোববার সকালে দৌলতদিয়া ৩ নাম্বার ঘাটে গিয়ে দেখা যায়, গোলাম মওলা ফেরি আটকে রয়েছে। ফেরিটির টেন্ডল আবুল বাসার বলেন, ‘ভোরে কুয়াশার জেরে ফেরি চলাচল বন্ধ হয়। ওই সময় মাঝ নদীতে একটু আটকে ছিলাম।’ 

দৌলতদিয়া ৪ নম্বর ঘাটের দায়িত্বরত টার্মিনাল সুপারভাইজার মাসুদ হোসেন বলেন, ‘ঈদের ভিড় শনিবারই শেষ হয়ে গেছে। সকাল থেকেই ঘাটে ফেরি থাকলেও যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই।’

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম