Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, ৩ চাচাতো ভাই-বোন নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম

উখিয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, ৩ চাচাতো ভাই-বোন নিহত

কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই-বোনের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং পশ্চিমপাড়ায় হওয়া এ সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন, কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও মান্নানের বোন শাহিনা বেগম।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, সকালে চাচাতো ভাইদের মধ্যে বাড়ির সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, সীমানা ওয়াল তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

উখিয়া সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম