হেযবুত তওহীদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে "হিজবুত তাওহিদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১৫" শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
হেযবুত তওহীদ ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ স্বাক্ষরিত প্রতিবাদ বার্তায় বলা হয়েছে, তাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন এবং প্রতিবেদনে এটিকে নিষিদ্ধ বলা হলেও সংগঠনটি আসলে নিষিদ্ধ নয়।
প্রতিবাদ লিপিতে ঘটনার দিনের সংঘর্ষকে হামলা বলে দাবি করেছে হেযবুত তওহীদ। তবে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন ঘটনাটিকে সংঘর্ষ বলে উল্লেখ করেছে।
এছাড়া প্রতিবাদ বার্তায় প্রতিবেদনে প্রকাশিত ‘গোপন বৈঠক’ শব্দদ্বয়ের ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। তবে এলাকাবাসীর বরাতে প্রতিবেদনে ‘গোপন বৈঠক’ উল্লেখ করা হয়েছে।
