Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার সন্ধ্যায় ঢাকা-সখীপুর সড়কের দেওদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার মন্তাজ শেখের ছেলে। সখীপুরে তিনি বন্ধু রবিউলের বাড়ি বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনলাইনে মাধ্যমে বাবুল ও রবিউলের বন্ধুত্ব হয়। শনিবার বাবুল ইসলামপুর থেকে সখীপুরে ঘুরতে আসেন। তারা কয়েকজন বন্ধু মিলে পাঁচটি মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতীবান্ধা তালিম ঘরে বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় তারা সখীপুরে ফিরছিলেন।

তারা দেওদীঘি বাজারে এলে বাবুলের মোটরসাইকেলটি প্রথমে একজন পথচারী ও পরে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবুল। এ সময়  পথচারী ও এক অটোরিকশাযাত্রী গুরুতর আহত হন। তারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘বাবুলের লাশ থানা হেফাজতে রেখে তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সখীপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম