Logo
Logo
×

সারাদেশ

বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে রনি নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি (৩০) বন্দরের ১নং মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছৈল্লার ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। কিছু দিন সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করে। তাকে গ্রেফতারের দাবিতে সম্প্রতি মাধবপাশা, সেনপাড়াসহ আশপাশের ৫ গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর গা-ঢাকা দেয় রনি।

রোববার এলাকায় ফিরে এসে মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে রনি। এর জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে মাধবপাশার হাজী নূর বক্স রোডে রনিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম