Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে অভাবের কারণে বৃদ্ধের আত্মহত্যা

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ পিএম

রাজশাহীতে অভাবের কারণে বৃদ্ধের আত্মহত্যা

অভাব অনটন ও পারিবারিক অশান্তির কারণে রাজশাহীর বাঘা উপজেলায় মসলেম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে মীরগঞ্জের ভানুকর গ্রামে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভানুকর গ্রামের মৃত খেতু প্রামাণিকের ছেলে মসলেস উদ্দিন। দীর্ঘদিন থেকে তার সংসারে অভাব অনটন ও পারিবারিক অশান্তি লেগেছিল। সংসারে অভাব ও অশান্তি সহ্য করতে না পেরে নিজ বাড়ির পাশে এক আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে নিজ বাড়ি আনে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী বৃদ্ধ আত্মহত্যা অভাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম