Logo
Logo
×

সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর কর্তৃক চালানো গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এতে কয়েকশ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।

সোমবার সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ পরে অনুষ্ঠিত হয়।

মিছিলে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন কয়েকশ ছাত্র-জনতা। এ সময় ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেওয়া হয়।

প্রেস ক্লাব চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক, পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল, ছাত্রনেতা শিফাত প্রমুখ।

এস.এম. মঞ্জুরুল হক বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আল-আকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এ স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এ গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ নিতে হবে।

বান্দরবান ফিলিস্তিন বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম