Logo
Logo
×

সারাদেশ

জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কোপাল সন্ত্রাসীরা

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কোপাল সন্ত্রাসীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারান পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের বাসিন্দা ফরিদ শেখ (১৭)। পূর্ব শত্রুতার জেরে চোখ হারানো এ যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। রোববার রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ফরিদ শেখ টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে।

হামলার ঘটনায় আহতের মা সালমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম মামলা করেছেন। মামলয় তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, উপজেলার রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।

এজাহারে অভিযোগ করা হয়, গত রমজান মাসে ফরিদের সঙ্গে রাকিব কাজীর স্থানীয় মসজিদে বাগবিতণ্ডা হয়। মসজিদে অবস্থান করা মুসল্লিরা তাৎক্ষণিক তা মীমাংসা করে দেন। কিন্তু রাকিব ফরিদের ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরে রোববার রাতে গোপেরহাট এলাকায় ফরিদকে একা পেয়ে সহযোগীদের নিয়ে হামলা করে রাকিব। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। স্থানীয়রা ফরিদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

 পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবাহান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম