Logo
Logo
×

সারাদেশ

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দিনাজপুরে সোমবার বিশাল বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা সমবেত হতে শুরু করেন দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। এরপর দুপুর ১২টায় ‘দিনাজপুরের সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

প্রখর রোদ উপেক্ষা করে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশাল মিছিলটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গোটা দিনাজপুর শহর। এরপর মিছিলটি আবার দিনাজপুর বড় ময়দানে গিয়ে শেষ হয়।

এদিকে ‘নো স্কুল, নো ওয়ার্ক’ কর্মসূচির ফলে দিনাজপুর সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে সোমবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

নো ওয়ার্ক নো স্কুল দিনাজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম