Logo
Logo
×

সারাদেশ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, হেফাজতে ইসলাম, ওলামা পরিষদ, বাংলাদেশ খেলাফত মসলিস, খাদেমুল ইসলাম বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও ইমাম মুয়াজ্জিন পরিষদ এবং সাধারণ মানুষ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। 

এ সময় তারা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ ও ইসরাইলি পণ্য বয়কটসহ চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। 

বিকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা শুয়াইব ইব্রাহীম, জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি হাফিজুর রহমানসহ নেতারা।

এর আগে টুঙ্গিপাড়ায় এক সমাবেশে খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি তাসনিম, মাওলানা আব্দুল ওহাব শেখ প্রমুখ।

ইসরাইল গাজা নো ওয়ার্ক নো স্কুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম