গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে `দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' শীর্ষক শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এবং সোমবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত কর্মসূচি পালন করেছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী যে নৃশংস হত্যাকান্ড চালাচ্ছে, সে হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ আজকে বিশ্বব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের আহবানে এই কর্মসূচিতে আমরাও একত্রিত হয়েছি, একাত্মতা প্রকাশ করছি এবং এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি।
উপাচার্য আরও বলেন, যেভাবে ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। বিশ্বের সর্বোচ্চ অভিভাবক জাতিসংঘ, মুসলিম উম্মাহর অভিভাবক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আমাদের আহবান- আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা সবাই আপনাদের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের যেভাবে বোমা মেরে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটি আর মেনে নেওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রাকিব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক শিক্ষার্থী কল্যাণ (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা ইসলাম, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ অফিস মো. আশরাফুজ্জামান, সহকারী প্রক্টর মো. আশিকুচ্ছালেহীন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর।
উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
