Logo
Logo
×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

ফরিদপুরের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের  ফরিদপুর অংশের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম বলেন, বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারপুরুষ ও দুজন নারী।

ফরিদপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম