মানিকগঞ্জ জেলা আ. লীগ সভাপতি কারাগারে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ। এর জন্য আত্মসমর্পণ করতে জেলা আদালতে গিয়েছিলেন তিনি। আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে চান জামিন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার মানিকগঞ্জ জেলা আদালতে এ ঘটনা ঘটে। কারাগারে যাওয়া ব্যক্তি হলেন
জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম
মহীউদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার বিষয়টি নিশ্চিত
করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন। সেই
জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বিচারক লিয়াকত আলী
মোল্লা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, মহিউদ্দিনের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা
চালায়। তিনি পরিকল্পনা করে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ করান। তার পরিকল্পনায় জুলাই-আগষ্টে
মানিকগঞ্জ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
