নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে, যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে। বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬-৪৭ নাম্বার সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত তৈয়ব উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।
বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, জারুলিয়াছড়ি সীমান্ত পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে যান
তৈয়ব। এ সময় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানা ওসি মো. মাসরুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। আহত ব্যক্তি
সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
এর আগে গত ২৯ মার্চ চাকঢলা সীমান্তে মাইন বিস্ফোরণ মোহাম্মদ সালাম নামে
বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আর গত ২৬ মার্চ লেমুছড়ি সীমান্তের ৪৯ পিলারের
শূণ্যরেখায় মাইন বিস্ফোরণ মোহাম্মদ বাবুল নামের এক বাংলাদেশি যুবকের বাম পায়ের গোড়ালি
বিছিন্ন হয়ে যায়। এর আগে গত ২১ মার্চ রাতে তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম নামক
এলাকায় জিরো লাইনের পাশে এক বাংলাদেশিসহ দুজন মাইন বিস্ফোরণে আহত হন।
