Logo
Logo
×

সারাদেশ

আটপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

আটপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবেশী যুবক অন্তর মিয়া (২১) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার নারাচাতল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অন্তর ওই গ্রামের রোকন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অন্তর ওই শিশুর ঘরে ঢুকে পড়ে। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তার শরীরে ধর্ষণচেষ্টার আলামত রয়েছে।’

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি। তবুও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আটপাড়া ধর্ষণচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম