Logo
Logo
×

সারাদেশ

অপহৃত ৮ তামাক শ্রমিক ১০ লাখ টাকায় মুক্ত

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

অপহৃত ৮ তামাক শ্রমিক ১০ লাখ টাকায় মুক্ত

বান্দরবানের লামার সরই ইউনিয়নের লেমুপালং থেকে অপহৃত ৮ জন তামাক চাষি ও শ্রমিককে ১ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ পেয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার বিকালে তাদেরকে গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

জানা যায়, ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ২ চাষি ও ৬ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। সন্ত্রাসীরা তাদের অপহৃতদের গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকায় ছেড়ে দিলে তাদের সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং থেকে ৮ জন তামাক চাষি ও শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ খবরের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেনওয়াই মুরুং বলেন, অপহরণের ঘটনাটি শুনেছি আজকে অপহৃতদের গজালিয়ার দুর্গম লুলাইং এলাকায় ১০ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অপহৃত চাষি ও শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। পরে তাদেরকে লুলাইং এর দুর্গম এলাকা থেকে সেনাবাহিনী উদ্ধার করে। এলাকা দুর্গম হওয়াতে মুক্তিপণের বিষয়টি জানা যায় নাই।

বান্দরবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম