Logo
Logo
×

সারাদেশ

মতলবে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক খুন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০১:৩১ এএম

মতলবে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক খুন

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ও খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বশির প্রধানীয়া (৪০) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বহরী গ্রামের কৃষক বশির প্রধানীয়া ও রমিজ উদ্দিন বয়াতীর মধ্যে তাদের বাড়ির পাশে একটি সরকারি খালপাড়ের দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে ইতোপূর্বে ওই দুইপক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। 

মঙ্গলবার বিকালে ওই খালপাড়ে এ নিয়ে বশির ও রমিজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে প্রথমে  হাতাহাতির ঘটনা ঘটে। 

বুধবার দুপুরে ওই সরকারি খালে মাছ ধরতে যান বশির প্রধানীয়া ও তার দুই ছেলে। এতে বাধা দেন রমিজ উদ্দিন ও তার লোকজন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে  মারামারি শুরু হয়। এ সময় রমিজ উদ্দিন ও তার লোকেরা বশির প্রধানীয়া ও তার ছেলে বিল্লাল হোসেন ও মো. জয়নালকে লাঠি দিয়ে বেদম পেটান। 

এতে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির প্রধানীয়া। সেখান থেকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিল্লাল হোসেন ও মো. জয়নালও আহত হন। 

বশির প্রধানীয়ার মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, খালপাড় দখল ও সেখানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে তার বাবা ও ভাইদের বেধড়ক পিটিয়েছেন রমিজ উদ্দিন ও তার লোকজন। লাঠির আঘাতে তার বাবা মারা যান। এটি একটি পরিকল্পিত হত্যা।  

অভিযোগের ব্যাপারে রমিজ উদ্দিন বয়াতীর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের লোকজন পলাতক। 

নিহত বশির প্রধানীয়া বহরী গ্রামের বাসিন্দা ও মৃত বাদশা প্রধানীয়ার ছেলে। বশির এলাকায় কৃষিকাজ করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার প্রতিপক্ষ ও অভিযুক্ত রমিজ উদ্দিন বয়াতীর বাড়িও একই গ্রামে। বশির ও রমিজ প্রতিবেশী।

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মেদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই কৃষকের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সরকারি খালের পাড় ও মাছ ধরার বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

চাঁদপুর মতলব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম