চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪ মামলায় গ্রেফতার ৮
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০২:০৫ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে ডাকা মিছিল থেকে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার অভিযোগে চার মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (পিআর) মাহমুদা বেগম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নগরীর রেস্তোঁরা, পোশাকের শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী, খুলশী, চকবাজার ও পাঁচলাইশ থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। ওই চার মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ভাংচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার আভিযান চলমান রয়েছে।
