মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:১৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সিয়াম উপজেলার বেলতৈল গ্রামের আমিনুরের ছেলে । এবছর সে মির্জাপুর বংশাই স্কুল এন্ড কলেজের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু।
আত্মীয়রা জানিয়েছে, দুপুরে সিয়ামের মা ও বোন পাশের বাড়িতে গেলে এই সময় সে তার পড়ার কক্ষে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়িতে এসে তার মা ডাকাডাকিতে কোন সাড়া না পাওয়ায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করেন। এলাকাবাসীর সহযোগিতায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
