Logo
Logo
×

সারাদেশ

অবৈধভাবে অনুপ্রবেশ, লামায় বিদেশি নাগরিক আটক

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম

অবৈধভাবে অনুপ্রবেশ, লামায় বিদেশি নাগরিক আটক

বান্দরবানের লামায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতের এক বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক হওয়া বিদেশি নাগরিক হলেন- জনার্ধন বর্মণ (৪০); তিনি ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার উত্রাইল উপজেলার রেহাব বাজার এলাকার শ্রী বাসুদেব বর্মণের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে লামা থানার এসআই আলমগীর হোসেন বলেন, লামা পৌরসাভার লাইনঝিরি এলাকায় এক যুবকের কথাবার্তা সন্দেহজনক হওয়া স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি ভারতের নাগরিক বলে স্বীকার করেন। এ সময় বাংলাদেশে প্রবেশের জন্য তার কাছে বৈধ কোনো পাসপোর্ট না থাকায় পুলিশ বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে।

 

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আটক জনার্ধন বর্মণ হিন্দি ভাষায় কথা বলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে এসেছেন বলে জানান। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বান্দরবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম