Logo
Logo
×

সারাদেশ

সাবেক পৌর মেয়র কারাগারে

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

সাবেক পৌর মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় নজরুল ইসলাম মন্ডল এজাহারনামীয় দুই নাম্বার আসামি। এছাড়াও রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার তিনি আসামি ছিলেন।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) মো. জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মন্ডল হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক  বলেন, নজরুল ইসলাম মন্ডল বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের একাধিক মামলার আসামি।

রাজবাড়ী মেয়র গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম