Logo
Logo
×

সারাদেশ

মসজিদের হিসাব নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

মসজিদের হিসাব নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭

নাটোরের গুরুদাসপুরে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।  শুক্রবার সাড়ে ৫টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি কর্মী আব্দুল হাকিম (৩৮), আনসার প্রামাণিক (৬৫), রফিকুল প্রামাণিক (৫০), ও আওয়ামী লীগের বাবুল প্রামাণিক (৫০), সুজন আহমেদ (৩০), তারিকুল ইসলাম (২৫)। এর মধ্যে হাতের রগ কেটে দেওয়ায় বিএনপি কর্মী আব্দুল হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনপি নেতা এরশাদ আলী বলেন, রানীগ্রাম মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ওই এলাকার বাদল প্রামাণিকের ছেলে ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লাবলুর রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির বৈঠক চলছিল। সেই বৈঠকে লাবলুর রহমানের কাছে মসজিদের যাবতীয় হিসাব চাওয়া হলে তাদের ওপর উত্তেজিত হয়ে পড়ে। দীর্ঘ ১৭ বছর যাবত মসজিদের কোনো হিসাব দেননি। সেই প্রতিবাদ করার কারণেই দেশীয় অস্ত্র দিয়ে লাবলুর রহমান তার অনুসারীদের নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, ঘটনাস্থলেই তার ভাই আব্দুল হাকিমের হাতের রগ কেটে দেওয়া হয়। এছাড়াও গুরুত্বর রক্তাক্ত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী-যুবলীগের নেতাকর্মীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লাবলুর রহমান বলেন, উত্তেজিত হয়ে তার ওপর আব্দুল হাকিমসহ তার অনুসারীরা হামলা করেন। এ সময় আমি অসুস্থ হয়ে মসজিদের মেঝেতে পরে যাই। এর পরের ঘটনা তিনি জানেন না। তবে তাদের ৩ জন আহত হয়েছেন। তারা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হোসেন বলেন, আব্দুল হাকিম নামের এক ব্যক্তির ডান হাতের রগ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে আসা ৩-৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম